ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা
কর্মকর্তা
নাম : | ................ | |
পদবী | মহিলা বিষয়ক কর্মকর্তা | |
ফোন : | ........................ |
কার্যক্রম :
০৩. ক্ষুদ্রঋন কার্যক্রম :
দু:স্থ, অসহায় ও দরিদ্র মহিলদের এবং নিবন্ধনকৃত মহিলা সমিতিতে মহিলাদের কে আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে স্বল্প ৫% সার্ভিস চার্জে ক্ষুদ্র ঋন বিতরন করা হয়।
০৪. স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন :
আগ্রহী মহিলারা একত্রিত হয়েযদি কোন সংগঠন করে সরকারের নিবন্ধন পেতে চান সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানসহ নিবন্ধনের ব্যবস্থা গ্রহন করা হয় এবং নিবন্ধনকৃত মহিলা সংগঠনের মাঝে প্রতি বৎসর সরকারী অনুদান (সাধারন/বিশেষ) প্রাপ্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরেসুপারিশ প্রেরন করা হয়ে থাকে।
০৫. ট্রেড প্রশিক্ষন :
অত্র কার্যালয় হতে ৩ মাস অন্তর বিনা খরচায় দু:স্থ, অসহায় ও দরিদ্র মহিলাদের আত্ন-নির্ভরশীল হবার জন্য দর্জি বিদ্যা ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।
০৬. নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কার্যক্রম :
নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ কল্পে কমিটির সভা আহবানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস